১৫ মাস পর জাকিরকে ফেরত দিল বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে জাকির হোসেন (২৮) নামের বাংলাদেশি এক যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বছরের ৫ জুন থেকে তিনি নিখোঁজ ছিলেন।
গতকাল রবিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে পুলিশের মাধ্যমে জাকিরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল কাজী মোস্তাফিজুর রহমান।
জাকির চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেগপুর গ্রামের আমীর আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকির একজন প্রতিবন্ধি যুবক। পারিবারিক কলহে মানসিকভাবে ভেঙ্গে পড়েন তিনি। পরে অসুস্থ অবস্থায় গত বছরের ৫ জুন কাউকে না জানিয়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
গত শুক্রবার ভারতের বৈষ্ণবপুর পুলিশ ফাঁড়ি ও বিজিবির মাধ্যমে জানা যায়, জাকির সেখানে আটক আছেন। পরবর্তীতে বৈষ্ণবপুর পুলিশ ও বিএসএফের সঙ্গে যোগাযোগ করলে গতকাল রবিবার সন্ধ্যায় শিংনগর সীমান্তে, মাসুদপুর বিওপি ও ৭১ ব্যাটালিয়ন বিএসএফের শোভাপুর ক্যাম্পের মধ্যে কোম্পানী কমান্ডার পর্য়ায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিএসএফ ও বৈষ্ণবপুর পুলিশ এবং বাংলাদেশের বিজিবি ও শিবগঞ্জ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, ‘বিজিবি আমাদরে কাছে জাকিরকে হস্তান্তর করলে পরবর্তীতে আমরা তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করি। জাকির বর্তমানে তার পরিবারের জিম্মায় আছেন।