খোঁপায় জুঁই ফুল, আটক অভিনেত্রী
জনপ্রিয় মালায়াম অভিনেত্রী নভ্যা নায়ার। নিপুণ অভিনয়ের মাধ্যমে পেয়েছেন তারকাখ্যাতি। সম্প্রতি ব্যাগে করে জুঁই ফুল বহন করায় বিমান বন্দরে তাকে আটক করা হয়। পরবর্তীতে মোটা অংকের অর্থ জরিমানা দিয়ে মুক্তি পেতে হয় এই অভিনেত্রীকে।
জানা যায়, অস্ট্রেলিয়া সফরে মালয়ালি অ্যাসোসিয়েশন অব ভিক্টোরিয়া আয়োজিত ওনাম উদযাপমে যোগ দিতে গিয়েছিলেন নব্যা। কিন্তু মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরেই তাকে আটকানো হয়। অভিযোগ ওঠে তিনি প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা জুঁইফুলের ‘গজরা’ বহন করছিলেন। এর জন্য তাকে এক লাখ টাকারও বেশি জরিমানা করা হয়।
এ প্রসঙ্গে জানা যায়, ‘আমি এখানে আসার আগে বাবা আমাকে জুঁইফুল কিনে দেন। তিনি সেটিকে দুই ভাগে ভাগ করে দেন। একটি আমি কোচি থেকে সিঙ্গাপুরের পথে চুলে পরি, কারণ পৌঁছানোর সময়ের মধ্যে সেটি শুকিয়ে যেত। আরেকটি অংশ তিনি আমাকে ব্যাগে রাখতে বলেন, যাতে সিঙ্গাপুর থেকে পরবর্তী যাত্রায় সেটা ব্যবহার করতে পারি। আমি সেটি হাতে বহনযোগ্য ব্যাগে রেখেছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমি জানতাম না এটা আইনবিরোধী। এটা অনিচ্ছাকৃত ভুল হলেও ভুল তো ভুলই। এজন্য কর্তৃপক্ষ আমাকে ১,৯৮০ অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৫৮ হাজার টাকার বেশি) জরিমানা দিতে বলে। তারা জানায়, ২৮ দিনের মধ্যে এই জরিমানা পরিশোধ করতে হবে।’
প্রসঙ্গত, মালয়ালম ইন্ডাস্ট্রিতে নভ্যার যাত্রা শুরু ২০০১ সালে। ‘ইস্টম’ সিনেমা দিয়ে পথচলা শুরু তার। এরপর অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে ‘কাল্যাণারামন’, ‘গ্রামোফোন’, ‘পান্ডিপ্পাদা’, ‘দৃশ্য’, ‘ওরুথি’, ‘জানকি জানে’ প্রভৃতি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট