নেপালে বিক্ষোভ দমাতে সেনা মোতায়েন, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৩
শেয়ার :
নেপালে বিক্ষোভ দমাতে সেনা মোতায়েন, নিহত ৬

নেপালে সরকারবিরোধী বিক্ষোভ সহিংস রুপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে দেশটির সরকার। জারি করা হয়েছে কারফিউ। এখন পর্যন্ত সহিংসতায় ছয়জন নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়াটুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

সরকার ২৬টি অনিবন্ধিত প্ল্যাটফর্ম ব্লক করার পর শুক্রবার থেকে ফেসবুক, ইউটিউব ও এক্সসহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করা যাচ্ছে না। যার ফলে নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ক্ষুব্ধ ও বিভ্রান্ত হয়েছেন। এর পর্যায়ে রাস্তায় নেমে আসেন তারা এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। তাদের দাবি, পার্লামেন্টে হামলার চেষ্টা করেছিল তরুণ এই বিক্ষোভকারীরা। কাঠমান্ডু জেলা পুলিশের মুখপাত্র মুক্তিরাম রিজাল বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা রাত ১০টা পর্যন্ত কারফিউ জারি করেছি। ’

এ ছাড়া বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করা হয় বলেও জানিয়েছে পুলিশ।