ছদ্ম বেকারত্ব মহামারি পর্যায়ে চলে গেছে

অনলাইন ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৬
শেয়ার :
ছদ্ম বেকারত্ব মহামারি পর্যায়ে চলে গেছে

ছদ্ম বেকারত্ব মহামারি পর্যায়ে চলে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। আজ সোমবার সকালে বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘ছদ্ম বেকারত্ব মহামারি পর্যায়ে চলে গেছে। তরুণদের মধ্যে হতাশার জায়গাগুলো দেখলেই তা বুঝতে পারবেন। ’

তিনি বলেন, ‘দারিদ্র্যের হিসাবে বাংলাদেশের অর্থনীতি উল্টো পথে হাঁটছে। বিগত সরকারের আমলে বৈষম্য প্রতিনিয়ত বেড়েছে। গুরুত্ব হারিয়েছে পরিসংখ্যান। কিছুদিন আগে প্রকাশিত সরকারি সমীক্ষায় দেখা গেল, প্রাথমিকে ঝড়ে পড়ার হার বেড়ে গেছে। তার মানে বাস্তবতা হচ্ছে আমরা আগাচ্ছি না।’

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এ উপদেষ্টা বলেন, সবাই আত্মতুষ্টিতে ভুগছে। অথচ বৈশ্বিক অর্থনীতির পরিবর্তন নিয়ে কাজ হচ্ছে না। আগের চেয়ে গতি কমেছে অর্থনীতির। এ সময় উন্নয়নের নতুন বয়ান তৈরির পরামর্শ দেন তিনি।