বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠনে জরুরি নির্দেশনা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন নিয়ে শিক্ষা বোর্ডগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
আজ সোমবার উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৮ নভেম্বরের প্রজ্ঞাপন অনুসারে, যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে বা বর্তমানে চলমান রয়েছে, সেসব প্রতিষ্ঠানে ২০২৪ সালের প্রবিধানমালা (সংশোধনীসহ) অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে অবশ্যই নিয়মিত কমিটি গঠন করতে হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এখনো এডহক কমিটি গঠন হয়নি, উক্ত প্রবিধানমালা ২০২৪ (সংশোধনীসহ) মোতাবেক আগামী ১৫ দিনের মধ্যে এডহক কমিটি গঠন করত। আগামী ৩০ নভেম্বরে মধ্যে মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে।
সকল এডহক কমিটি আগামী ১ ডিসেম্বর থেকে বিলুপ্ত হবে। কমিটি গঠনে ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান দায়ী থাকবেন এবং বিধিমতে ব্যবস্থা নেওয়া হবে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?