নুরের শর্ট-টাইম মেমোরি লস হয়েছে কি না, জানা গেল

অনলাইন ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪২
শেয়ার :
নুরের শর্ট-টাইম মেমোরি লস হয়েছে কি না, জানা গেল

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শর্ট-টাইম মেরোরি লস হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

আজ সোমবার দুপুরে ঢামেক হাসপাতালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন পরিচালক।     

মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা তার (নুরুল হক নুর) মাথার ইনজুরি নিয়ে বেশি চিন্তায় ছিলাম। প্রথম সিটিস্ক্যানে রক্ত জমাট দেখা গেলেও তা ছিল সামান্য। পরে আর একটা সিটিস্ক্যান করে কোনো রক্ত জমাট পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘অনেকেই বলছেন, নুরুল হক নুরের মেমোরি লস হচ্ছে, তবে নিউরোসার্জারির চিকিৎসকরা বলেছেন, এরকম ইনজুরিতে মেমোরি লস হওয়ার কোনো সুযোগ নেই। তার এখন একটু জ্বর আসছে। আজকে ১০ দিন ধরে হাসপাতালে আছেন তিনি। এত দিন কোনো জ্বর ছিল না। তবে এটা ভাইরাল জ্বর হবে। অথবা আঘাতের কারণে জ্বর আসতে পারে। তবে উনার আগে থেকেই ঠাণ্ডাজনিত এলার্জি সমস্যা আছে। জ্বর সেরে গেলেই উনাকে ছুটি দেওয়ার ব্যবস্থা করা হবে।’

ঢামেক পরিচালক বলেন, ‘ঘটনার দিন নুরুল হক নুরকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই আমিসহ কয়েকজন চিকিৎসক দ্বারা একটি বোর্ড গঠন করে তার চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। উনার যেটা সমস্যা হচ্ছিল নাকের হাড় ভেঙে গিয়েছিল। সেখান থেকে রক্ত পরছিল। পরের দিন রক্ত পরা বন্ধ হয়েছিল। চোয়ালের হাড় ফ্যাকচার ছিল। ভাঙা হাড় জোড়া লাগতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। চোখের রক্ত জমাট ছিল, সেটাও নেই। দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা নেই।’