উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে আলোচনা সভা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নারী ও কিশোরীদের জলবায়ু সহনশীল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত ৬ সেপ্টেম্বর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ১৭৯নং চরচণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ ইসরাত আজমেরী। আর বিশেষ অতিথি ছিলেন চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আফরোজা আক্তার।
এ ছাড়া আমন্ত্রিতদের মধ্যে চাঁদনীমুখা এম এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহসিন হোসাইন, গাবুরা গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ইয়াছমিনুর রহমান লিংকন এবং পাখিমারা আমিনিয়া মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আজমল হোসেন উপস্থিত ছিলেন।
আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তারা উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের জলবায়ু সহনশীল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
মুহাসিন হোসাইন বলেন, নারী ও কিশোরীদের সচেতনতা বৃদ্ধির ফলে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ সম্ভব। আর বিশেষ অতিথি আফরোজা আক্তার কিশোরীদের জলবায়ু সহনশীল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে শাহ্ ইসরাত আজমেরী বলেন, নারী ও কিশোরীদের জলবায়ু সহনশীল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের মধ্যে দিয়ে তৈরি হবে নতুন সমাজ। এবং এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে নারী ও কিশোরীদের এগিয়ে আসতে হবে।