অবশেষে মুখ খুললেন আরশ খান
আরশ খান
ধূমপান নিয়ে গতকাল রবিবার একটি সতর্কবার্তা দিয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান। জানিয়েছিলেন, স্কুল জীবন থেকেই সিগারেট ধরেছিলেন তিনি। যা ছিল তার বড় একটি ভুল সিদ্ধান্ত।
অভিনেতার এমন পোস্টের পরই গুঞ্জন রটে- আরশ খান গুরুতর অসুস্থ, তার ফুসফুস শেষের দিকে, তিনি এখন আইসিইউতে ভর্তি- এমন নানা খবর।
অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন আরশ খান। নতুন করে ফেসবুকে লিখলেন, অপ্রয়োজনীয় গুজব না ছড়ানোর কথা।
আরশ খানের কথায়, ‘আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করতে দেওয়া পোস্টের কারণে যারা আমাকে আইসিইউ পর্যন্ত নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আহ্বান- এমনটা না করার জন্য।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি আরও বলেন, ‘আমার হৃদয়, কিডনি, লিভার, ফুসফুস যে অবস্থায় আছে, তাতে জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না, ইনশাআল্লাহ।’
অভিনেতার এমন পোস্টে স্বস্তি পেয়েছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
এর আগে, রবিবার দেওয়া পোস্টে আরশ লিখেছিলেন, ‘স্কুল জীবনে ফ্লেক্স করতে গিয়ে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। ১৯ বছর শেষ। আমার ফুসফুসও প্রায় শেষের দিকে। এখন ফ্লেক্সের বিষয় বস্তু অভ্যাসে পরিণত হয়েছে। সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেপ। গত ১৯ বছরে ফুসফুসের যা ১২টা বেজেছিল তার ৩ গুণ বেজেছে গত ৬ মাসে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
অভিনেতা আরও লিখেছিলেন, ‘বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নাই। তোমরা যারা রিসেন্টলি ধূমপান বিষয়টাকে আপন করে নেওয়ার ভাবনায় আছ তারা এই বিষয় থেকে দূরে থাকো। ধূমপায়ী ব্যক্তি ধূমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষত না থাকে তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে ৯ মাস। তারপরও এমন কিছু ক্ষতি হয়ে যায় যা কোনোদিন ঠিক হয় না।’
সবশেষে লিখেছিলেন, ‘ভেপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই, কোনো ঔষধ নেই। পুরো জীবনের জন্য ওই অংশ অকেজো। সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে, সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না। ভাবিয়া করিও কাজ, আমার মতন করিয়া ভাবিও না।’