জার্মানিতে সাইকেল প্রতিযোগিতায় দুর্ঘটনা, আহত ৭০
জার্মানিতে একটি সাইকেল প্রতিযোগিতায় দুর্ঘটনা অন্তত ৭০ জন আহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমের রাজ্য বাডেন-ভ্যুর্টেমব্যার্গে গতকাল রবিবারের এই দুর্ঘটনায় আহতদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে তুলনামূলক কম আহত ২৫ জনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে এবং হাসপাতালে নেওয়া হয়েছে৷ আরও অন্তত ৩৫ জন অংশগ্রহণকারী সামান্য আহত বলে জানিয়েছে পুলিশ।
আহতদের চূড়ান্ত সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি রাজ্যের বাড ডুরহাইম শহর এবং একটি ছোট গ্রাম বাইসিংগেনের মধ্যে ঘটেছে। যেখানে দুর্ঘটনার সূত্রপাত, সেখানে ছোট রাস্তা বাম দিকে মোড় নিয়েছে। ফলে সামনে থাকা আরোহীরা এই স্থানে এসে গতি কমান। কিন্তু পেছনের আরোহীদের গতি বেশি থাকায় একই সময়ে অনেক বেশি সাইকেল এই স্থানে পৌঁছায়৷ এক পর্যায়ে আরোহীরা অনিয়ন্ত্রিতভাবে পড়ে যেতে থাকেন।
এরপর, আরও পেছনে থাকা আরোহীরাও গতি কমাতে থাকলে আবারও তাদের পেছনের দিকে থাকা আরোহীরা দুর্ঘটনায় পড়েন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
দুর্ঘটনাস্থলে বিপুল পরিমাণ উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে৷ দুর্ঘটনাস্থলে চারটি উদ্ধার হেলিকপ্টার এবং বিপুল সংখ্যক অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।
এই দুর্ঘটনার পেছনে পরিকল্পিত কোনো কারসাজির সম্ভাবনা উড়িয়ে দিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
দুর্ঘটনার পর রাইডারম্যান প্রতিযোগিতার বাকি সব আয়োজন বাতিল করা হয়েছে এবং চলমান রেসও বন্ধ করে দেওয়া হয়েছে।