দাওয়াতের ওপর আছি: নওশীন
জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী নওশীন নাহরিন মৌ। অভিনয় থেকে বিদায় নিয়েছেন অনেক আগেই। স্থায়ী হয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানকার একটি মেডিকেল সেন্টারে চাকরি করছেন এই অভিনেত্রী।
প্রায় আড়াই বছর পর দেশে ফিরেছেন নওশীন। এসেই ব্যস্ত হয়ে পড়েছেন নিমন্ত্রণে। কখনো সহশিল্পীদের, কখনো স্কুল বন্ধুদের আবার আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেই দিন পার করছেন এই অভিনেত্রী। দীর্ঘদিন পর কাছের মানুষদের সঙ্গে দেখা করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত নওশীন।
বলেন, ‘দেশের জন্য মন টানে। সেজন্যই ছুটে এসেছি। এখন মনে হচ্ছে আরও বেশি ছুটি নিয়ে আসলে ভালো হতো। কিন্তু, ওখানেও তো কাজ আছে। ঢাকায় আসার পর দাওয়াতের উপরই আছি। সহশিল্পীরা আমাকে খুব ভালোবাসেন। তারা আমাকে মনে রেখেছেন। ইতিমধ্যেই দীপা খন্দকার আপার বাসায় নিমন্ত্রণ খেতে হয়েছে। আরও বেশ কয়েকজন সহশিল্পীরা সেখানে এসেছিলেন। দারুণ সময় কাটিয়েছি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি আরও বলেন, ‘সংগীতশিল্পী বাপ্পা মজুমদার দাদা ও অভিনয়শিল্পী তানিয়া হোসাইনের বাসায় দাওয়াত খেয়েছি। সেখানেও অনেক আড্ডা হয়েছে। অনেকের সঙ্গে দেখা হয়েছে। অভিনয়শিল্পী জেনির বাসায়ও দাওয়াত ছিল।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
নওশীন জানান, এবার ৪ মাসের ছুটিতে দেশে এসেছেন তিনি। যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন চলতি মাসেই। তবে, যাওয়ার আগে নানা ও দাদার বাড়িতে যাবেন। তার নানার বাড়ি খুলনা ও দাদার বাড়ি যশোরে।
এবারের ছুটিতে এসে একাধিক টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হয়েছেন নওশীন। তবে, নাটক কিংবা উপস্থাপনা করা হয়নি।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
নওশীন বলেন, ‘উপস্থাপনার জন্য বললে হয়তো করা হতো। কিন্তু, নাটকের জন্য প্রস্তুতির দরকার। সেভাবে কাউকে বলেও আসিনি। মূলত ছুটি কাটাতে এবং প্রিয়জনদের সঙ্গে দেখা করতেই এসেছি। তারপরও টেলিভিশন থেকে অতিথি হিসেবে যাওয়ার প্রস্তাব এসেছে, তাই গিয়েছি।’