সিরিয়ায় ত্রাণ প্রকল্প চালু করেছে সৌদি আরব
সৌদি আরবের ত্রাণ সংস্থা কেএসরিলিফের সুপারভাইজার জেনারেল ডা. আবদুল্লাহ আল-রাবিয়াহ রবিবার সিরিয়ায় ১৬টি সমন্বিত মানবিক উদ্যোগের উদ্বোধন করেছেন।
একটি উচ্চপর্যায়ের সৌদি প্রতিনিধি দলের সঙ্গে সিরিয়ায় গিয়ে তিনি আরব নিউজকে বলেন, ‘আজ একটি ঐতিহাসিক দিন। সিরিয়ায় মানবিক কার্যক্রমে সৌদি আরব দীর্ঘদিন ধরে কাজ করছে-এটা সবারই জানা। আমরা সিরিয়ার জনগণকে সংঘাত শুরুর আগে, সংঘাত চলাকালে সহায়তা দিয়েছি, আর এখন সংস্কারকালেও আমরা আবার তাদের পাশে দাঁড়াচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আজ আমরা স্বাস্থ্যখাত, আশ্রয়খাত ও সামাজিক সহায়তার জন্য একাধিক প্রকল্প চালু করেছি। পাশাপাশি খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও কাজ করছি। আমাদের লক্ষ্য হলো সিরিয়ার জনগণকে, বিশেষ করে নারী, শিশু ও তরুণদের ক্ষমতায়ন করা-যাতে তারা কেবল ত্রাণের ওপর নির্ভরশীল না থেকে পুনরুদ্ধারের পথে এগিয়ে যায়। আমরা আশা করি, এর পরেই উন্নয়নের এক নতুন অধ্যায় শুরু হবে।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
প্রথম যে উদ্যোগটি ঘোষণা করা হয়েছে, সেটি হলো লাইফসেভিং মেডিকেল ইকুইপমেন্ট প্রোগ্রাম। এর আওতায় ১৭টি কেন্দ্রীয় হাসপাতালে সিটি স্ক্যানার, আধুনিক আইসিইউ সরঞ্জাম ও নতুন প্রজন্মের ডায়ালাইসিস ইউনিট সরবরাহ করা হবে। এছাড়া দেশজুড়ে ৪৫৪টি অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন বিতরণ করা হবে।
প্রকল্পটির আওতায় ৪৫টির বেশি বিশেষতায় ১ হাজার ২২০ জন সৌদি চিকিৎসা বিশেষজ্ঞ নিয়োজিত থাকবেন। এর মধ্যে রয়েছে কক্লিয়ার ইমপ্ল্যান্ট, স্নায়ু চিকিৎসা, শিশু ক্যান্সার সার্জারি এবং দাহ্য আঘাতের চিকিৎসা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এর পাশাপাশি ১ লাখ ২৮ হাজার ১৫৯ ঘণ্টার স্বেচ্ছাসেবী কার্যক্রম নির্ধারণ করা হয়েছে, যা পর্যায়ক্রমিকভাবে চলমান থাকবে।
সিরিয়ার দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক কর্মকর্তা রায়েদ আল-সালেহ কেএসরিলিফকে সিরিয়ার প্রতি সহায়তার জন্য প্রশংসা করেছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস