ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নতুন নিষেধাজ্ঞা ট্রাম্পের
ইউক্রেনে রাশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় আকাশপথের হামলার পর ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসন এখন রাশিয়ার অর্থনীতি ধ্বংস করতে আরও কঠোর নিষেধাজ্ঞার কথা ভাবছে।
রবিবার ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ট্রাম্প বলেন, তিনি এই পুরো পরিস্থিতি নিয়ে একেবারেই খুশি নন।
মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এটা মানবতার জন্য ভয়াবহ অপচয়। সেখানে যা ঘটছে, তাতে আমি মোটেও খুশি নই, এটা আমি আপনাদের বলছি।’
তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয় বিষয়টি সমাধান হবে।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ট্রাম্পের এই মন্তব্য আসে কয়েক ঘণ্টা পর, যখন তিনি ইঙ্গিত দেন যে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও জোরদার করতে প্রস্তুত।
হোয়াইট হাউসে সাংবাদিকরা প্রশ্ন করেন তিনি কি নিষেধাজ্ঞার দ্বিতীয় ধাপে যেতে প্রস্তুত- জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি প্রস্তুত।’ তবে বিস্তারিত কিছু জানাননি।
এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘রাশিয়ার অর্থনীতিকে ভেঙে ফেলার মতো কঠোর নিষেধাজ্ঞা আনা হতে পারে, যেখানে রুশ তেল কিনছে এমন দেশগুলোতেও চাপ দেওয়া হবে। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে আনা সম্ভব হতে পারে।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তিনি বলেন, ‘আমরা রাশিয়ার ওপর চাপ বাড়াতে প্রস্তুত, তবে আমাদের ইউরোপীয় অংশীদারদেরও এর সঙ্গে থাকতে হবে।’
বেসেন্ট আরও বলেন, ‘এখন বিষয়টা হয়ে দাঁড়িয়েছে এক ধরনের প্রতিযোগিতা- ইউক্রেনের সেনারা কতদিন টিকে থাকতে পারে আর রাশিয়ার অর্থনীতি কতদিন টিকে থাকতে পারে।’