ঢাকা দক্ষিণ সিটিতে ভুয়া জ্বালানি খরচের প্রমাণ পেল দুদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) গাড়ির জ্বালানির ভুয়া খরচ দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে একটি দল নগর ভবনে প্রায় চার ঘণ্টা অভিযান চালায়। অভিযানে অভিযোগসংশ্লিষ্ট নথি জব্দ করা হয়। একাধিক গাড়িচালককে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদক জানায়, নথি ও জিজ্ঞাসাবাদে অনিয়মের প্রমাণ মিলেছে। গাড়িচালক থেকে ঊর্ধŸতন কর্মকর্তা পর্যন্ত এই দুর্নীতির সঙ্গে জড়িত। ইকরাম হোসেন বলেন, একটি দৈনিক পত্রিকায় ‘নগর ভবন ৪০ দিন বন্ধ, তবু কোটি টাকার তেল খরচ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের প্রমাণ মেলে। এখন কমিশনে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে। এর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে টানা ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। অনেক কর্মকর্তা সেই সময় অফিসেও আসেননি। তবু তাদের গাড়ির জন্য প্রতিদিন ১৪ থেকে ১৫ লিটার তেল খরচ দেখানো হয়েছে। দক্ষিণ সিটিরই অনেক কর্মকর্তা প্রশ্ন তুলেছেন, অফিস বন্ধ থাকলে এত তেল গেল কোথায়?
আরও পড়ুন:
ছায়ানটের বার্ষিক লোকসংগীত আসর
আরও পড়ুন:
বরিশালে ৯ ছাগলের সাজা মওকুফ