জাপাকে বিরোধী দল বানানোর ষড়যন্ত্র চলছে : রাশেদ খান
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গণঅধিকার পরিষদের ‘ন্যূনতম সম্পৃক্ততা নেই’ বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। জাপাকে আগামীতে বিরোধী দল বানাতে দেশের একটি মহল এবং ভারতীয় এজেন্টরা তৎপর বলেও জানান তিনি। গত শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখে এসে এ কথা বলেন তিনি।
জাপা কার্যালয়ে হামলার অভিযোগ অস্বীকার করে রাশেদ খান বলেন, শাহবাগে সংহতি সমাবেশের পর আমরা অনেকেই কার্যালয়ে ফিরে গেছি। তারপর কে বা কারা জাপা কার্যালয়ের সামনে গেছে। এর প্রেক্ষিতে জাপা মহাসচিব বলেছেন, এই ঘটনার সঙ্গে নাকি গণঅধিকার পরিষদ জড়িত। আমাদের স্পষ্ট বক্তব্য- গণঅধিকার পরিষদ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে।
‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে জাপাকে নিষিদ্ধের দাবিতে গত শুক্রবার বিকালে শাহবাগ মোড়ে সংহতি সমাবেশ করেছিল গণঅধিকার পরিষদ। সমাবেশ শেষে সন্ধ্যা পৌনে ৭টার দিকে কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান দলটির নেতাকর্মীরা। তারা সেখানে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে জাপা কার্যালয়ে প্রবেশ করেন এবং ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
এ ঘটনায় রাতেই জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সংবাদ সম্মেলন করে গণঅধিকার পরিষদের নিবন্ধন বাতিলসহ অগ্নিসংযোগে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান। এর আগে গত ৩০ আগস্ট সন্ধ্যায় জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। রাত সাড়ে ৯টায় মশাল মিছিল কর্মসূচি শেষে বিজয়নগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা করে। তাতে আহত হন নুরুল হক নুর।
আরও পড়ুন:
ছায়ানটের বার্ষিক লোকসংগীত আসর
আগামীতে নির্বাচনে জাপা অংশ নিতে পারবে না জানিয়ে রাশেদ খান বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে, জাপাকে আগামীতে বিরোধী দল বানাতে দেশের একটি মহল এবং ভারতীয় এজেন্টরা তৎপর। স্পষ্ট ঘোষণা, বাংলাদেশে আগামীতে কে সরকারি দল হবে, কে বিরোধীদল হবে, তা এ দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। প্রশাসন, গোয়েন্দা সংস্থা, সরকারের কেউ এমনকি ভারতও এতে নাক গলাতে পারবে না। বাংলার মাটিতে জাপা কোনো রাজনীতি করতে পারবে না এবং আগামীতে নির্বাচনে অংশ নিতে পারবে না।
নূরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকার গড়িমসি করছে অভিযোগ করে রাশেদ খান বলেন, নূরের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো নিয়ে গড়িমসি চলছে। যেহেতু ব্রেইনে আঘাত, দ্রুত উন্নত চিকিৎসা না হলে তার দীর্ঘমেয়াদি ক্ষতি হবে।
আরও পড়ুন:
বরিশালে ৯ ছাগলের সাজা মওকুফ