লিটনদের দৃষ্টি শিরোপায়
সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে লড়তে গতকাল দুই ধাপে মরুর দেশে উড়াল দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সকালে প্রথম ধাপে দেশ ছেড়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, শামীম পাটোয়ারী, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তাওহিদ হৃদয়সহ বেশ কজন। বাকিরা গেছেন সন্ধ্যার ফ্লাইটে।
এর আগে কখনই এশিয়া কাপ জিততে পারেননি টাইগাররা। ২০১২, ২০১৬ ও ২০১৮ আসরে ফাইনাল খেললেও তাদের স্বপ্নভঙ্গ হয়েছে। রানার্সআপ হয়েই তুষ্ট থাকতে হয়েছে লাল-সবুজদের। এবার আর হারের কষ্ট নিয়ে মাঠ ছাড়তে চান না তারা। আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি সংস্করণের ২০২৫ এশিয়া কাপ জিতে দেশে ফেরার আশায় লিটন দাস-জাকের আলিরা। আবুধাবির বিমানে চেপে অধিনায়ক লিটন দাস নিজের ছবি পোস্ট করে স্বপ্নের কথা বলেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন- ‘বিশ্বের সেরা সমর্থকদের কাছে প্রার্থনা চাইছি আমার জন্য ও আমার দলের জন্য। সংযুক্ত আরব আমিরাতে নিজেদের সেরাটা দেওয়ার প্রতিজ্ঞা করছি আমরা। একটি করে ম্যাচ ধরে এগোব, তবে চূড়ান্ত স্বপ্ন অবশ্যই ট্রফি উঁচিয়ে ধরা।’
এশিয়া কাপের আগে নিজেদের ভালোভাবে প্রস্তুত করে নিয়েছেন ক্রিকেটাররা। স্কিল অনুশীলনের পাশাপাশি নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন। সিলেটে অনুষ্ঠিত সে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছেন টাইগাররা। গত ১৮ আগস্ট জাকের আলি বলেছিলেন, ‘এবার এশিয়া কাপে আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি।’ গতকাল দেশছাড়ার আগে তার কণ্ঠে ছিল সেই একই রকম আত্মবিশ^াস। তিনি বলেন, ‘অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব। প্রতিটা ম্যাচে ধাপে ধাপে ভালো করার চেষ্টা থাকবে। সব মিলিয়ে যদি বলেন, আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা ভালো একটা টুর্নামেন্ট খেলার জন্য যাচ্ছি।’
আরও পড়ুন:
স্পিনে ভরসা রাচিনের
এশিয়া কাপের আগে পাওয়ার হিটিংয়ে উন্নতি করতে জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছিল বিসিবি। ক্রিকেটারদের সঙ্গে সেশন করেছেন তিনি। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের প্রশংসা করে জাকের বলেন, ‘জুলিয়ান আমাদের নিয়ে খুব ভালো কাজ করেছে। স্কিলগুলো খুব কাজে দেবে আশা করি। যে টেকনিকগুলো শিখিয়েছে কিংবা যে নতুন কিছু নিয়ে আসছে, যে ব্যাট ও এই সুইংগুলো অবশ্যই কাজে লাগবে। সব মিলিয়ে ভালো সময় পার করেছি আমরা।’
এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ। তাদের মোকাবিলা করতে হবে আফগানিস্তান, হংকং ও শ্রীলংকাকে। বিশ্লেষক ও সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার ধারণা, বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই বাদ পড়বে। একই রকম ধারণা সাবেক লংকান ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আর্নল্ডেরও। তবে বিশ্লেষকদের ভাবনাকে পাত্তা দিচ্ছেন না জাকের। তার আশা- এশিয়া কাপে ভালো কিছু করবে বাংলাদেশ দল। তিনি বলেন, ‘কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের ক্রিকেট খেলব। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলব। ড্রেসিংরুমের অবস্থা সব সময়ই ভালো ছিল। সার্বিকভাবে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে, ফিটনেস ক্যাম্প থেকে শুরু করে নেদারল্যান্ডস সিরিজ। আমরা এশিয়া কাপে ভালো কিছু আশা করছি।’
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র
আগামী ১১ সেপ্টেম্বর হংকং ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ অভিযান শুরু করবে বাংলাদেশ দল। পরের ম্যাচ ১৩ ও ১৬ সেপ্টেম্বর যথাক্রমে শ্রীলংকা ও আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপপর্বে বাংলাদেশের সব ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে। গ্রুপপর্ব শেষে সুপার ফোরের লড়াই। আগামী ২৮ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে এশিয়া কাপের।
বাংলাদেশ স্কোয়াড
আরও পড়ুন:
বিপাকে আলভেস
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। স্ট্যান্ডবাই : সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।