মৃত্যু ব্যক্তিকে দাফন করতে গিয়ে ২ যুবক নিহত
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আনিচ হাওলাদার (৭০) অসুস্থতা জনিত কারণে সকাল ৮টার সময় ইন্তেকাল করেছেন। আনিছ হাওলাদারের জানাযার নামাজের সময় নির্ধারণ করা হয় বাদ আছর। আসরের নামাজ শেষে জানাজার নামাজের পরে মৃত্যুদেহ কবরে রাখার আগে অসাবধানতাবসত পার্শ্ববর্তী বিদ্যুৎ তারে স্টিলের খাটিয়া লেগে কারেন্ট হয়ে যায়। এতে একই এলাকার আবুল হাওলাদারের ছেলে সরোয়ার (২২) ও চান্দু শিকদারের ছেলে ফিরোজ (২০) বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন।
নিহত দুজনের মধ্যে একজন মৃত ব্যক্তির ছেলের ঘরের নাতি এবং আরেকজন মৃত ব্যক্তির বিয়াইর ছেলে। দুজনের মরদেহ শের- ই -বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই এনামুল হক সংবাদ মাধ্যমকে জানান আমরা হতাহতের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।