মহিলা আওয়ামী লীগ নেত্রী সুইটির তিন দিনের রিমান্ড
অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য নাহিদা নূর সুইটির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ রবিবার ঢাকার মেট্টোপলিটন মাজিস্ট্রেট আবদুল ওয়াহাব রিমান্ডের এই আদেশ দেন।
এদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই সাইফুল ইসলাম নাহিদা নূর সুইটিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এর আগে গতকাল শনিবার কাফরুল এলাকা থেকে নাহিদা নূর সুইটিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।
মামলার বিবরণী থেকে জানা যায় , গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর তেজগাঁওয়ের রহিম মেটাল মসজিদের সামনে ঝটিকা মিছিল বের করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা রাষ্ট্র ও সরকার বিরোধী স্লোগান দিয়ে সন্ত্রাসবাদকে উস্কে দেয়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এ ঘটনায় ডিবি পুলিশের সাইবার এন্ড স্পেশাল ক্রাইমের এসআই মোরশেদুর রহমান তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি দায়ের করেন।