দুই বছরের ছেলেকে ‘হত্যা’ করলেন মা!
ঢাকার কেরানীগঞ্জে নানাবাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে মাথা ও শরীর আলাদা অবস্থায় দুই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামের আবুল ভূঁইয়ার বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শিশুর নাম আব্দুর রহমান (২)। তার মা মোছাম্মৎ আতিয়া শারমিন (৩০) বাড়ির ভেতরে গলা কেটে নিজ সন্তানের মৃত্যু নিশ্চিত করেন বলে অভিযোগ উঠেছে। শারমিন মানসিকভাবে অসুস্থ।
জানা যায়, ঘটনার সময় বাড়িতে অন্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। সকাল থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে শারমিনের শয়নকক্ষের খাটের নিচ থেকে পলিথিনে বাঁধা অবস্থায় শিশুটির মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে ওই বাড়ি থেকে শিশুটির মাথা উদ্ধার করা হয়।
খবর পেয়ে কলাতিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ঘাতক মা আতিয়া শারমিনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, মা শারমিন নিজেই গলা কেটে তার সন্তানকে হত্যা করেছে। আমরা অভিযুক্তকে আটক করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’
তিনি আরো বলেন, ‘শিশুটির বাবা টুটুল মিয়া বাদী হয়ে আতিয়া শারমিনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।’