ইসরায়েলি বিমানবন্দরে আঘাত হানল ইয়েমেনের ড্রোন
ইসরায়েলি ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি। আজ রবিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এক বিমানবন্দরে ড্রোনটি আঘাত হানতে সক্ষম হয়। এরপর আকাশসীমা বন্ধ করে দেয় ইসরায়েল, বাতিল করা হয় একাধিক ফ্লাইট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, হুতিরা একাধিক ড্রোন নিক্ষেপ করে। এর মধ্যে কয়েকটি তারা প্রতিহত করতে সক্ষম হয়। অন্তত একটি ড্রোন এলিয়াত শহরের রামন বিমাবন্দরে আঘাত আনে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল টুয়েলভ এর প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন থেকে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। সেখান থেকে তিনটি প্রতিহত করতে সক্ষম হয় ইসরায়েল। এই হামলায় দুইজন আহত হয়েছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস