নায়িকা নাসরিনের আক্ষেপ
ক্যারিয়ারে কয়েক হাজার ছবিতে অভিনয় করেছেন নাসরিন। একজন অতিরিক্ত শিল্পী হিসেবে নাসরিনের চলচ্চিত্রে অভিষেক হলেও তার ব্যাপক পরিচিতি আসে কৌতুক অভিনেতা দিলদারের জুটি হয়ে।
এরপর নানামুখী চরিত্রে নিজেকে প্রতিঠিত করেন। কখনো বোন, কখনো ভাবী, কখনো সহনায়িকা, নায়িকা আবার কখনোবা প্রতিনায়িকার চরিত্রে নাসরিন ক্রমশই উজ্জ্বল হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রে।
তবে এখন আর সেই কাজের ধারাবাহিকতা নেই নাসরিনের। তিনি বলতে গেলে এখন আর অভিনয়ে নিয়মিত নেই। আর তাইতো বহু বছর ধরেই তাকে দর্শক দেখতে পান না সিনেমার পর্দায়।
পর্দায় দেখা না মিললেও অনেক দিন পর বাস্তবে দেখা মিলল তার। ঢালিউডের প্রয়াত শিল্পীদের স্মরণে আজ রবিবার এফডিসিতে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনায় এসেছেন বাংলা চলচ্চিত্রের অনেক নতুন-পুরাতন শিল্পী।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আর সেখানেই হাজির হয়ে গণমাধ্যমের সামনে আসেন নাসরিন। কিন্তু খানিক আক্ষেপ প্রকাশ করে বলেন, আমি অভিনয় করতে আগ্রহী। তবে খুব কষ্ট লাগে, নির্মাতারা ঘুরে-ফিরে আমাকে আইটেম গানের জন্যই ডাকেন। তারা ভুলে যান যে আমার বয়স হয়েছে।
তিনি আরও বলেন, ‘এই বয়সে আইটেম সং করা যায় না। এখন যে বয়স, সে রকম ক্যারেক্টারে অভিনয়শিল্পীদের ডাকতে চান না কেউ।’
কিছু সিনেমায় কেন্দ্রীয় চরিত্রেও কাজ করেছেন। তবে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও আইটেম গানের সঙ্গে নাচ করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। যার কারণে আজও তার পরিচয় ‘আইটেম গার্ল’।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
প্রসঙ্গত, ১৯৯২ সালে ‘অগ্নিপথ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাসরিন।কৌতুক অভিনেতা টেলি সামাদের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় আসেন। তবে দিলদারের সঙ্গে জুটি বেঁধে নাসরিনের পরিচিতি বাড়ে।
একজন নৃত্যশিল্পী হিসেবেও অনেক কদর রয়েছে তার। চলচ্চিত্রে এমন একটা সময় ছিল যখন প্রতিটি সিনেমাতেই আইটেম গানে তিনি ছিলেন অপরিহার্য। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ সিনেমায় অনন্য অভিনয়ের জন্য নাসরিন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার অর্জন করেন তিনি। ২০১২ সালে অভিনেতা-ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান রিয়েলকে বিয়ে করেন নাসরিন। ২০১৪ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান আফরিন। বর্তমানে তিনি দুই সন্তানের মা।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’