আসলেই কি দেশে শাবানা
অভিনয় থেকে বহু বছর ধরেই দূরে আছেন সিনেমার কিংবদন্তি শিল্পী শাবানা। পরিবার নিয়ে স্থায়ী হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। সবশেষ দেশে এসেছিলেন ২০২০ সালের জানুয়ারিতে। সেসময় তিনি জানান, সুযোগ হলে কিছু সিনেমায় কাজ করবেন।
স্বামী ওয়াহিদ সাদিকও তখন জানিয়েছিলেন, তিনি অনুকূল পরিবেশ পেলে সিনেমা প্রযোজনা করবেন। এমন ঘোষণার পর আর কোনো নতুন খবর পাওয়া যায়নি।
এদিকে আজ রবিবার খবর রটে- দেশে এসেছেন কিংবদন্তি এই অভিনেত্রী! বেশ ক’দিন আগে দেশে ফিরলেও অনেকটাই অন্তরালে আছেন ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী। তবে বিষয়টি সত্যতা এখনও পাওয়া যায়নি। আসলেই কী তিনি বাংলাদেশে এসেছে? এর উত্তর দিতে পারেনি শোবিজের অনেকেই। অভিনেত্রীর কাছের মানুষজনরাও দিতে পারেনি এর উত্তর। এখন দেখার পালা, আসলেই কী ঢাকায় এসেছেন কিংবদন্তি এই অভিনেত্রী।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
খবর রটেছে- দেশে ফিরে শাবানা উঠেছেন রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাড়িতে। শাবানার না থাকলে এই বাড়ি খালিই থাকে।
বলা দরকার, শাবানার অভিনয়ের শুরুটা সেই ষাটের দশকের শুরুতে ‘নতুন সুর’ সিনেমাতে। এহতেশাম পরিচালিত সেই সিনেমায় অভিনয় করেন শিশুশিল্পী হিসেবে। এরপর বছর পাঁচেক পর নায়িকা হিসেবে তার অভিষেক হয় ‘চকোরী’ সিনেমায়, যেখানে তার নায়ক ছিলেন নাদিম।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট