সাঁথিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় আমিনুল ইসলাম রঞ্জুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ রবিবার ভোর রাতে পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আমিনুল ইসলাম রঞ্জু ভুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি এবং একই ইউনিয়নের স্বরগ্রামের আফছারের ছেলে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরকসহ তিনটি মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান চালিয়ে আজ রবিবার ভোররাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল ইসলাম বলেন, ‘বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি আমিনুল ইসলাম রঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে।’