হঠাৎ পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

খাগড়াছড়ি প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৪
শেয়ার :
হঠাৎ পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

আকাশে মেঘ নেই, নেই বৃষ্টিও। তপ্ত রোদে যেন ঝলসে যাচ্ছে চারপাশ। তবে এর মধ্যেই খাগড়াছড়িতে তেমন বৃষ্টি না হলেও আজ রবিবার ভোর থেকে চেঙ্গী নদীর পানি বেড়ে গিয়ে জেলা সদরের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। উজানের বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নেমে এ বন্যার সৃষ্টি হয়ে থাকতে পারে।

আজ রবিবার ভোর থেকে গঞ্জপাড়া, মেহেদী বাগ, শব্দ মিয়া পাড়া, মুসলিম পাড়ায় দেখা দিয়েছে আকষ্মিক এ বন্যা। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা।

উত্তর গঞ্জপাড়ার বাসিন্দা আব্দুল হাকিম বলেন, ‘রাতে সামান্য বৃষ্টি হয়েছে। এ বৃষ্টিতে বন্যা হওয়ার কথা নয়। তাই আমাদের কোনো প্রস্তুতি ছিল না। সকাল হতেই দেখি ঘরের দরজায় পানি। কিছুক্ষণের মধ্যেই ঘরে বন্যার পানি প্রবেশ করেছে। এতে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে।’

খাগড়াছড়ি পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা বলেন, ‘আমরা বন্যায় আক্রান্তদের খোঁজ খবর নিচ্ছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে আমরা খাদ্যসামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছি। আশা করি বন্যার পানি দ্রুত কমে যাবে।’

খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘আকষ্মিক বন্যার খবর পাওয়া মাত্রই আমরা আশ্রয়কেন্দ্র খুলে দিয়েছি। বন্যায় আক্রান্তরা আসলে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো দুর্যোগে জেলা প্রশাসন সব সময় সবার পাশে রয়েছে।’