প্রয়াত তারকাদের জন্য শিল্পী সমিতির আয়োজন
ঢাকাই সিনেমার যেসব কিংবদন্তি শিল্পীরা প্রয়াত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ শিরোনামের অনুষ্ঠানটি আজ রবিবার বিএফডিসিতে শিল্পী সমিতির আঙিনায় অনুষ্ঠিত হচ্ছে। দিনব্যাপী কোরআন খতম, স্মরণসভা, দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছে শিল্পী সমিতি। এরপর দেশবরেণ্য অভিনয়শিল্পী সোহেল রানা, আলমগীর, আনোয়ারা, শবনম, খালেদা আক্তার কল্পনা, আহমেদ শরীফ, নূতন, নাঈম-শাবনাজ, বাপ্পারাজ-সম্রাট, রাশেদা আক্তারসহ পরের প্রজন্মের অনেক জনিপ্রয় তারকা স্মৃতিচারণ করবেন প্রয়াত কিংবদন্তি তারকাদের।
আয়োজন সম্পর্কে এক প্রেস বিজ্ঞপ্তিতে শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক আরমান বলেন, ‘আমরা ক’জন মিলে শিল্পীদের জন্য কিছু করার চেষ্টা করছি। কারণ হাতেগোনা কয়েকজন বাদে কিংবদন্তি শিল্পীরা আমাদের ছেড়ে চলে গেছেন। যাদের জন্য চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে এবং শিল্পী সমিতি পেয়েছি। সেসব শিল্পীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণে এই উদ্যোগ নেওয়া।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নির্বাহী সদস্য চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি বলেন, ‘শিল্পীদের কল্যাণেই শিল্পী সমিতি তৈরি হয়েছিল। কমিটিতে যুক্ত হওয়ার পর থেকে চেষ্টা করছি শিল্পীদের জন্য কিছু করার। প্রথমবারের মতো আমরা কয়েকজন মিলে দুঃসাহসী এক সিদ্ধান্ত নিয়েছি। কারণ, এমন সাহস আগে কখনো কেউ দেখায়নি। এই আয়োজনের কথা যারাই অবগত হয়েছেন তারা বাহবা দিচ্ছেন। অনেক শিল্পী এখন আর এফডিসিতে আসেন না। তারাও আয়োজনের কথা জেনে আসার আগ্রহ প্রকাশ করেছেন। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য শুধু আমার কথায় আমেরিকা থেকে দেশে ছুটে এসেছেন আহমেদ শরীফ মামা। আশা রাখছি, নতুন এক অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছে শিল্পী সমিতি।’
চিত্রনায়ক সনি রহমান বলেন, ‘প্রথমবারের মতো আমরা ব্যতিক্রম এক উদ্যোগ নিয়েছি। সব মহল থেকে বেশ সাড়া পাচ্ছি। এই ধারাবাহিকতা বজায় থাকবে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
জানা গেছে, এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি মাসুম পারভেজ রুবেল, সহ-সাধারণ সম্পাদক আরমান, কোষাধ্যক্ষ কমল পাটেকর, কার্যনির্বাহী সদস্য চুন্নু, রুমানা ইসলাম মুক্তি, রিয়ানা পারভীন পলি, সনি রহমান ও অভিনেতা শিবা শানু।