ভাঙ্গা থেকে দুই ইউনিয়ন বিচ্ছিন্নের ঘটনায় স্মারকলিপি
ফরিদপুর-৪ (ভাঙ্গা সদরপুর চরভদ্রাসন) সংসদীয় আসন ভাঙ্গা উপজেলার বড় দুইটি ইউনিয়নকে (আলগী ও হামিরদী) বিচ্ছিন্ন করার ঘটনায় প্রশাসনের কাছে গণস্বাক্ষরসহ স্মারকলিপি দেওয়া হয়েছে।
গতকাল শনিবার রাতে প্রধান নির্বাচন কমিশনের বরাবর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রায় ৩ হাজার ইউনিয়নবাসীর গণস্বাক্ষরসহ স্মারকলিপি জমা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান।
হামিরদী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. খোকন মিয়া ও ম ম সিদ্দিক মিয়া জনগণের পক্ষে স্বাক্ষরিত স্মারকলিপির সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাতে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়িয়ে পড়লে জনসাধারণের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় । ২ ইউনিয়নবাসী অবগত হয়েছেন ভাঙ্গা উপজেলার অন্তর্গত ২টি ইউনিয়ন আলগী ও হামিরদী ফরিদপুর-২, নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে ওইসব ইউনিয়নের জনগণ বিস্মিত ও মর্মাহত হয়েছেন।
কারণ হিসেবে উল্লেখ করা হয়, ফরিদপুর-২ নির্বাচনী এলাকার সঙ্গে তাদের ইউনিয়নের সামাজিক ও ভৌগোলিক দূরত্ব বিরাজমান। যার ফলে ভাঙ্গা উপজেলার ইউনিয়ন দুইটিকে সংযুক্ত করলে দুই ইউনিয়নের মানুষ সবদিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। ইউনিয়ন দুইটি সামাজিক, ভৌগলিক ও অর্থনৈতিকসহ সকল দিক থেকে ভাঙ্গা উপজেলার সঙ্গে আবহমানকাল থেকে সংযুক্ত। নির্বাচন কমিশন সরেজমিন তদন্ত না করে ভাঙ্গা উপজেলা থেকে দুইটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার অবাস্তব ও অযৌক্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করায় ভাঙ্গা উপজেলার ওই ইউনিয়নগুলোর জনগণ হতাশ হয়ে পড়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে ওই দুইটি ইউনিয়নের বিক্ষুব্ধ জনগণ তাদের দাবির স্বপক্ষে রাজপথে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, স্থানীয় প্রশাসন সাধারণ মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছে না। যেহেতু বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ প্রার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার জন্য ফরিদপুর-২ থেকে একটি ইউনিয়ন ফরিদপুর-৪ এর মধ্যে সংযুক্ত করে ভোটার সংখ্যা বৃদ্ধি করা হয়, সেহেতু ২০২৪ সালের নির্বাচন পূর্ববর্তী অঞ্চল বহাল রেখে ফরিদপুর-৪ আসনে ভোটার বৃদ্ধি করা হয় এবং পদ্মা দূরবর্তী অঞ্চলের নদীর অপর পাড়ের কিছু ভোটার ফরিদপুর-৪ আসনে সংযুক্ত করে ভোটার বৃদ্ধি করে। সেহেতু ২০২৪ সালের নির্বাচন পূর্ববর্তী অঞ্চল বহাল রেখে ফরিদপুর ৪ আসনের সাথে আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় সংযুক্ত করার দাবি তাদের। অন্যথায় এ অঞ্চলের মানুষের সামগ্রিক দুর্ভোগের শেষ থাকবে না।
এ বিষয়ে হামিরদী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. খোকন মিয়া জানান, দুই ইউনিয়নের জনগণ এই বিচ্ছিন্নতা কোনোভাবেই মেনে নেবে না, প্রয়োজনে তারা জীবন দিতে দ্বিধা করবে না, ইতিমধ্যে বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ৪ সেপ্টেম্বর রাতে ছড়িয়ে পড়লে সকাল হতে না হতেই ৫ সেপ্টেম্বর দুই ইউনিয়নের হাজার হাজার জনগণ মহাসড়ক অবরোধ করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ জেলার যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেয়, প্রশাসনের অনুরোধে তিন দিন আন্দোলন উঠিয়ে নেওয়া হয়, তিন দিনের মধ্যে গেজেট বাতিল না করা হলে আগামী মঙ্গলবার থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
এদিকে ভাঙ্গা উপজেলা বিএনপি দুই ইউনিয়নবাসীর সঙ্গে একমত পোষণ করে আজ রবিবার সকাল ১০টায় ঢাকা মাওয়া ভাংগা এক্সপ্রেসওয়েতে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদের ডাক দিয়েছে।
এ ঘটনায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন জানান, আজ সকালে বিএনপি অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে।