তবে কি গোপনেই বাগদান সেরেছেন রাশমিকা-বিজয়!
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মন্দানার প্রেমের গুঞ্জন বহুদিনের। তবে ইন্ডাস্ট্রিতে দু’জনেরই ঘনিষ্ঠতা এবং একসঙ্গে সময় কাটানোর নানা ইঙ্গিত মিললেও, তারা কখনও প্রকাশ্যে কিছু স্বীকার করেননি।
এবার আলোচনায় এ দুই দক্ষিণী তারকার কথিত বাগদান। যদিও রাশমিকা বা বিজয় এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, সম্প্রতি দুবাই বিমানবন্দরে রাশমিকার আঙুলে ঝকঝকে আংটি দেখে নতুন করে শুরু হয়েছে বাগদানের গুঞ্জন। সাদা শার্ট, নীল জিনস আর কালো সানগ্লাসে ধরা দেন তিনি। এ সময় তার হাতে দেখা যায় আংটি, যা মুহূর্তেই আলোচনায় আসে। তবে একই দিন সন্ধ্যায় এক ইভেন্টে অংশ নিতে গিয়ে আংটিটি আর দেখা যায়নি। ফলে ভক্তদের রহস্য আরও গভীর হয়েছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
দুজনকে সম্প্রতি দেখা গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে। ভারতের স্বাধীনতা দিবস প্যারেডে তাঁরা ছিলেন গ্র্যান্ড মার্শাল। পতাকা হাতে হাত নেড়ে শুভেচ্ছা জানানোর ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
রাশমিকা ও বিজয়কে একসঙ্গে দেখা গেছে ‘গীতা গোবিন্দাম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায়। শোনা যাচ্ছে, নতুন একটি দক্ষিণী সিনেমায় আবারও জুটি হবেন তারা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট