অবশেষে সুখবর দিলেন মেহজাবীন
বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মাতিয়ে অবশেষে দেশের মাটিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। সম্প্রতি ফেসবুকে সুখবরটি দেন জনপ্রিয় এই অভিনেত্রী নিজেই। জানান, খুব শিগগিরই সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
‘সাবা’ পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। তিনি জানান, ‘“সাবা” এখন পুরোপুরি মুক্তির জন্য প্রস্তুত। সেপ্টেম্বরের শেষদিকে কিংবা অক্টোবরের শুরুতে এটি মুক্তির পরিকল্পনা করছি।’
‘সাবা’ সিনেমায় উঠে এসেছে শহরের এক মধ্যবিত্ত পরিবারের সংগ্রামী গল্প। কেন্দ্রীয় চরিত্র সাবা, যার বাবা মারা গেছেন আর মা শিরিন সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে বিছানায়। হুইলচেয়ারে বন্দি শিরিনের একমাত্র ভরসা তার মেয়ে সাবা। সংসারের দায়িত্ব ও মায়ের সেবায় ব্যস্ত সাবা নিজের ক্যারিয়ার গুছিয়ে তুলতে পারেনি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
অর্থকষ্টে জর্জরিত এই মেয়েটি চেষ্টা করে যাচ্ছিল মাকে সুস্থ করার। কিন্তু হঠাৎ একদিন শিরিনের হার্ট অ্যাটাক হয়। চিকিৎসক জানান, জরুরি অপারেশন প্রয়োজন। তখন দিশেহারা সাবার কাঁধে ভেঙে পড়ে আকাশ।
বলা দরকার, গত বছর সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় ‘সাবা’র। এরপর এটি প্রদর্শিত হয়েছে বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ একাধিক আন্তর্জাতিক উৎসবে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
‘সাবা’য় মেহজাবীনের পাশাপাশি অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচীসহ আরও অনেকে।