অভিনেত্রী অপর্ণা ঘোষ এখন স্কুল শিক্ষক
‘মৃত্তিকা মায়া’ আর ‘গণ্ডি’ সিনেমায় অভিনয় করে দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। এরপর ‘ভুবন মাঝি’তেও অভিনয় করে হয়েছেন প্রশংসিত। শোবিজে এখন আর নিয়মিত নন এই অভিনেত্রী। কয়েক বছর ধরে স্বামী সাতরাজিৎ দত্তের সঙ্গে বসবাস করছেন জাপানে।
এবার জানা গেল, সেখানকার একটি স্কুলে শিক্ষকতা করছেন অপর্ণা ঘোষ।
অভিনেত্রীর কথায়, ‘নাটক-সিনেমার জগৎ থেকে দূরে থাকতে তো খারাপ লাগছেই। শুটিংয়ের দিনগুলো মিস করি। আমরা একটা পরিবারের মতো ছিলাম। সবার কথা মনে পড়ে। এখানে যে স্কুলে শিক্ষকতা করছি, সেখানকার প্রিন্সিপাল জানেন, আমি একজন অভিনয়শিল্পী। এজন্য আমাকে খুব সম্মান করেন। আমার শিক্ষার্থীরাও বিষয়টি জেনে গেছে। ওরাও খুব পছন্দ করে আমাকে। শিক্ষকতা পেশা উপভোগ করছি। খুব ভালো লাগে এই পেশা।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
জাপানের কোন বিষয়টি বেশি ভালো লাগে, জানতে চাইলে অপর্ণা বলেন, ‘এখানে ডিসিপ্লিন খুব ভালো লাগে। সবাই খুব শান্তিপ্রিয়। সাধারণত ছুটির দিনে স্বামীর সঙ্গে ঘুরে বেড়াই। আমার স্বামী ছবি তুলতে ও বেড়াতে ভালোবাসে। আমিও বেড়াতে পছন্দ করি। এই দেশের অনেক কিছু দেখেছি। অনেক ঘুরেছি।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
তিনি আরও বলেন, ‘শুরুতে এখানকার খাবার বেশি ভালো না লাগলেও এখন লাগে। এই দেশের খাবার এখন বেশ পছন্দ আমার। যত দূরেই থাকি নিজের দেশকে মনে পড়ে। চেনা সবকিছু মনে পড়ে।’