কোথায় গে‌ল নুরাল পাগ‌লার দাহকৃত মরদেহের শেষ অংশ?

রাজবাড়ী প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫
শেয়ার :
কোথায় গে‌ল নুরাল পাগ‌লার দাহকৃত মরদেহের শেষ অংশ?

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওর‌ফে নুরাল পাগলার মর‌দেহ গত শুক্রবার বিকেলে কবর থে‌কে তোলে বিক্ষুব্ধ জনতা। এর পর ঢাকা-খুলনা মহাসড়‌কের গোয়ালন্দ পদ্মার মোড় এলাকায় নি‌য়ে মরদেহ পু‌ড়ি‌য়ে ফেলে। এখন দাহকৃত মরদেহের ছাইও উধাও হ‌য়ে গে‌ছে। 

শ‌নিবার সরেজমিনে গি‌য়ে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়‌কের পদ্মার মোড় এলাকায় দাহকৃত মরদেহের কিছুই পাওয়া যায়নি। মহাসড়‌কের যে স্থা‌নে মরদেহ পোড়া‌নো হ‌য়ে‌ছে সেখা‌নে কিছুই নেই, একদম প‌রিষ্কার। স্থানীয়রাও কিছু বল‌তে পা‌রে‌ননি কোথায় গে‌ল মরদেহের অংশ‌বি‌শেষ?

মহাসড়‌কের পা‌শেই মা‌লেকা খাতু‌ন, খা‌দিজা আক্তারসহ ক‌য়েকজন নারী ব‌সে ছি‌লেন। তা‌দের কাছে জানতে চাইলে তারা বলেন, শুক্রবার বিকেলে নুরাল পাগ‌লার মর‌দেহ এখা‌নে পোড়া‌নো হ‌য়ে‌ছে। এরপর কী হ‌য়ে‌ছে জা‌নি না। শনিবার সকা‌লে দে‌খি রাস্তা প‌রিষ্কার।

একটু দূ‌রে কথা হয় ৬০ বছর বয়‌সি ম‌জিদ মোল্লার সঙ্গে। তি‌নি ব‌লেন, ‘পোড়া‌নো লাশ কি হ‌য়ে‌ছে আ‌মি জা‌নি না।’

জানতে চাইলে আহলা‌দিপুর হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শা‌মিম‌ শেখ ব‌লেন, ‘ওটা স্থানীয় থানার অধীনে, আমা‌দের অধী‌নে না। তাই এ ব্যাপারে মন্তব্য করতে পারব না।’ 

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. রা‌কিবুল ইসলাম ব‌লেন, ‘নুরুল হক ওর‌ফে নুরাল পাগলার মর‌দেহ বিক্ষুব্ধ জনতা পু‌ড়ি‌য়ে দেয়। প‌রে পু‌লিশ গি‌য়ে আলামত সংগ্রহ ক‌রেছে।কিন্তু মর‌দে‌হের অংশ বিশেষ বা ছাই কী হ‌য়ে‌ছে সেটা জা‌নি না।’