ঈদে মিলাদুন্নবীতে আশেকানে গাউছিয়া রাহমানিয়া মঈনিয়া সহিদীয়ার র্যালি
নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহানবী (সা.) এর জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিনটি উদযাপনে বের করা হয় জশনে জুলুস র্যালি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ ন্যায় ভিত্তিক ও কল্যাণকর সমাজ গড়ে তোলার আহ্বান জানান ধর্মীয় নেতারা।
১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে 'আশেকানে গাউছিয়া রাহমানিয়ে মঈনিয়া সাহিদিয়া মাইজভান্ডারয়া'। এতে সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী সবাইকে ফরজের পাশাপাশি রাসুলের সুন্নতের ওপর বেশী বেশী আমল করার আহ্বান জানান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সৈয়দ সহিদউদ্দিন আহমদ মাইজভান্ডারির নেতৃত্বে পরে একটি বিশাল শোভাযাত্রা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন থেকে বের হয়ে মৎসভবন হাইকোর্ট প্রেসক্লাব হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?