বিয়ের গুঞ্জনে মুখ খুললেন তাসরিফ

বিনোদন ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৩
শেয়ার :
বিয়ের গুঞ্জনে মুখ খুললেন তাসরিফ
ছবি : সংগৃহীত

সন্ধ্যায় কী ঘোষণা দিতে যাচ্ছেন তাসরিফ খানগানের পাশাপাশি কুঁড়েঘর ব্যান্ডের গায়ক তাসরিফ খান সর্বমহলে প্রশংসিত জনহিতকর কাজের জন্য। দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনায় ছুটে যান এই গায়ক।

শুধু গান দিয়েই নয়, অন্যায়-অবিচারের বিরুদ্ধে এই গায়কের উপস্থিতি চোখে পড়ার মতো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও সরব ছিলেন তাসরিফ খান। এবার এ গায়ক সামাজিক যোগাযোগমাধ্যমে দিলেন এক ইঙ্গিতপূর্ণ পোস্ট।

আজ শনিবার নিজের ফেসবুকে তাসরিফ লেখেন, আলহামদুলিল্লাহ! একেবারে ছোট পরিসরেই সব হয়েছে। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাব।

পোস্ট দেখে বিভিন্ন রকমের মন্তব্য করেছেন নেটিজেনরা। অনেকে মনে করছেন হয়তো বিয়ে করেছেন তাসরিফ। তবে তা উড়িয়ে দিয়ে মন্তব্যের ঘরে তাসরিফ লিখেছেন, এত ভাগ্যবানও হই নাই যে শীত আসার আগেই আমার বিয়ে হয়ে যাবে!

এর আগে গুঞ্জন উঠেছিল দেশ ছাড়ছেন তাসরিফ। তবে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘দেশের জন্য আমি সারাজীবনই করতে চাই। কিন্তু দেশে আমার থাকার যে অনেক। ছোটবেলা থেকেই বিদেশ শুনলে আমার ভালো লাগত না। কিন্তু বর্তমানে দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং আমি দেখছি যে নোংরামিই আমি বলব।’

তিনি আরও বলেছিলেন, ‘আমি দেশকে অনেক ভালোবাসি। আমার কাছে এগুলো আর ভালো লাগছে না। আমি এগুলো নিতে পারি না, অনেক কষ্ট লাগে। এখন আমার ইচ্ছা করে হয়তোবা আমি দেশে থাকব না। হয়তোবা আগামী দুই-তিন বছর পর আমি দেশের বাইরে চলে যেতে পারি। আর দেশের সেবা করার জন্য আমাকে খুব বড় কিছু হতে হবে না।’

সিদ্ধান্তটি চাউর হতেই সামাজিক মাধ্যমে শুরু হয় হইচই। পরে গায়ক মুখ খুলেছিলেন বিষয়টি নিয়ে। বলেছিলেন, আমি দেশ ছাড়ছি না।

প্রসঙ্গত, শৈশব থেকেই তাসরিফের গানের চর্চা শুরু। যদিও শৈশবে খুব লাজুক ছিলেন এই গায়ক। অন্যের সামনে গান করতে লজ্জা পেতেন। তিনিই একদিন ‘নিধুয়া পাথারে…’ শিরোনামে একটি গান মুঠোফোনে রেকর্ড করেন। ভয়ে ভয়ে সেটি ফেসবুকে পোস্ট করেন। সেই গানে ৯০ জন ইতিবাচক মন্তব্য করেন। সেদিনই তার মনে হয়, তিনি গান করলে ৯০ ভাগ না হলেও ৫০ ভাগ মানুষ তো তার গান পছন্দ করবেন। এই আত্মবিশ্বাসই তাকে গানে ক্যারিয়ার গড়তে সহায়তা করে।

তাসরিফের গাওয়া প্রথম ‘মধ্যবিত্ত’ গানটি তাকে রাতারাতি শ্রোতাদের কাছে নিয়ে যায়। পরবর্তী সময়ে ‘তুমি মানে আমি’, ‘ময়না রে’, ‘তাই তো আইলাম সাগরে’, ‘ব্যাচেলর’, ‘রাজার রাজ্যে সবাই গোলাম’ গানগুলো তাকে আলোচনায় আনে।