আপনার আত্মার শান্তি কামনা করছি: শাকিব খান

বিনোদন ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৪
শেয়ার :
আপনার আত্মার শান্তি কামনা করছি: শাকিব খান
ছবি : সংগৃহীত

শুক্রবার। ৬ সেপ্টেম্বর ১৯৯৬ সাল। আট দশটা স্বাভাবিক দিনের মতো পেরিয়ে যাচ্ছিল সেদিনের সময়। সেদিন বিকালে বাংলাদেশ টেলিভিশনের ৫টার সংবাদে ভেসে আসে সালমানের মৃত্যুর খবর। রহস্যজনক মৃত্যু হয়েছে সালমান শাহর। ভক্তরা যেন কিছুতেই মেনে নিতে পারছিল না মহানায়কের এই প্রস্থান। তার মৃত্যুর পর ঢালিউডে নেমে আসে ধস।

বহুমাত্রিক এ অভিনেতা অভিনয়শৈলীর পাশাপাশি নিজস্ব স্টাইল অন্যদের কাছে ফ্যাশন আইকনে পরিণত হয়েছিলেন। চুলে ব্যান্ডেনা, ডান হাতে ঘড়ি, ব্যাকব্রাশ হেয়ার, কলারে রুমালের ব্যবহার, টি-শার্ট, জিন্স, বাহারি ডিজাইনের টুপি ব্যবহার তাকে পরিণত করে দিয়েছিল সমকালীন তারুণ্যের ক্রেজ হিসেবে।

মাত্র ২৪ বছর বয়সে নিভে যায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহের জীবনপ্রদীপ। আজ শনিবার তার ২৯তম মৃত্যুবার্ষিকী; তাই দেশের সিনেমাপ্রেমী-ভক্তরা আবারও তাকে স্মরণ করছেন এই নায়ককে।

তবে শুধু সালমান শাহ’র ভক্তরাই নয়, ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানও তাকে আজ শ্রদ্ধা ভরে স্মরণ করলেন। শনিবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এর একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে দেখা যায় সালমান শাহের তিনটি কোলাজ ছবি। তাতে লেখা আছে, ‘স্মরণে অমর নায়ক সালমান শাহ’। সেই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেন শাকিব খান।

পোস্ট করে সালমান শাহ’র উদ্দেশে শাকিব খান লেখেন, ‘যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি কামনা করছি।’

শাকিবের এই পোস্ট দেখে সালমান শাহ ও শাকিব খান- দুজনের প্রতিই ভালোবাসা প্রকাশ করেন তাদের ভক্তরা। একজন লিখেছেন, ‘প্রতিটা ভক্তের হৃদয় জুড়ে থাকবে সেই প্রিয় অমর নায়ক সালমান শাহ।’

প্রসঙ্গত, ১৯৯৩ থেকে ১৯৯৬- মাত্র চার বছর ছিল সালমান শাহর অভিনয় জীবন। স্বল্প এই সময়ে তিনি পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। অল্পদিনের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নাই’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘আনন্দ অশ্রু’ ও ‘দেনমোহর’। এ ছাড়া টিভি নাটকেও দেখা গেছে সালমান শাহকে।