শাহরুখের নতুন লুক নিয়ে গুঞ্জন, উত্তাল নেটদুনিয়া

বিনোদন ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৭
শেয়ার :
শাহরুখের নতুন লুক নিয়ে গুঞ্জন, উত্তাল নেটদুনিয়া
ছবি : সংগৃহীত

বলিউড কিং শাহরুখ খানকে ঘিরে দর্শক বরাবরই খুব আগ্রহ নিয়ে বসে থাকেন। ব্যক্তিজীবন থেকে সিনেমা সব কিছুরই খবরাখবর রাখতে পছন্দ করে। বর্তমানে তার আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এই সিনেমায় কেমন লুকে হাজির হবেন শাহরুখ, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া একটি ছবিকেই ঘিরে এখন ভক্তদের সেই কৌতূহলকে আরও চাঙা করে দিয়েছে। ছবিতে দেখা যায়, ধূসর-সাদা স্পাইক কাটিংয়ে চুল, গায়ে সাদা টি-শার্টে শাহরুখ। যা দেখেই ভক্তদের মাঝে ওঠে আলোচনার ঝড়। যদিও ছবিটি দূর থেকে তোলা হওয়ায় স্পষ্ট রূপ নিয়ে কিছুটা ধোঁয়াশা থেকে গেছে। তবে যতটুকু দেখা গেছে, তাতেই মুগ্ধ ভক্তরা।

শুধু তাই নয়, এদিকে শাহরুখ ভক্তরা এআই ব্যবহার করে কয়েকটি আর্টিফিশিয়াল ইমেজও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। সেই ছবিগুলোতে তাকে দেখা যাচ্ছে স্পাইক করা সাদা চুল, চোখে চশমা আর খোঁচা খোঁচা দাড়ি। মুহূর্তেই ভাইরাল হয়েছে সেসব ছবি, আর ভক্তদের একাংশ মনে করছেন, ঠিক এই রূপেই পর্দায় হাজির হবেন বলিউড বাদশাহ।