কালাইয়ে শিয়ালের কামড়ে আহত ৯

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০১
শেয়ার :
কালাইয়ে শিয়ালের কামড়ে আহত ৯

জয়পুরহাটের কালাই পৌরসভার সড়াইল ও আওড়া গ্রামে শিয়ালের কামড়ে শিশুসহ দুই গ্রামের কমপক্ষে ০৯ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গ্রামে আতঙ্ক বিরাজ করছে।

আহতরা হলেন পৌরসভার সড়াইল গ্রামের মফিদুল খন্দকার (৪০), আব্দুল আজিজ (৫৫), আবু বক্কর সিদ্দিক (৬০), জান্নাতুন (০৫), ববিতা (৩০) আব্দুর রশিদ (৫৫), আওড়া গ্রামের মোস্তাফিজুর (৩০) আতিক(২০), সবুজ(২৫) সহ ০৯জন। 

শিয়ালের কামড়ে আহত পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল আজিজ জানান, একটি শিয়াল হঠাৎ গ্রামের ভিতরে প্রবেশ করে রাস্তায় যাদেরকে দেখতে পাচ্ছে সবাইকে কামড় দিচ্ছে। অনেকের বাড়িতে প্রবেশ করেও কামড় দিয়ে রক্তাক্ত করেছে। দুইজনের কান ছিঁড়ে নিয়ে গেছে। তখন আমাদের রাতেই কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অনেকে ভ্যাকসিন পেয়েছেন, যারা পায়নি তাদেরকে ডাক্তার জেলা হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন। 

আহত মহিদুল খন্দকার বলেন, এশার নামাজ পড়তে যাচ্ছিলাম মসজিদে পথিমধ্যে একটি শিয়াল কামড় দিয়ে দ্রুত চলে গেল।

আবু বক্কর বলেন, বাড়িতে টিউবয়েলে পানি নিতে যাওয়ার সময় একটি শিয়াল কামড় দেয়।

আওড়া গ্রামের সবুজ, আতিক, মোস্তাফিজার বলেন, রাস্তায় বসে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি শিয়াল একে একে সবাইকে কামড় দিয়ে চলে গেল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা আক্তার লিনা জানান, শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে বেশ কিছু লোক এসেছিলেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা এবং জলাতঙ্ক টিকা এখান থেকে দেওয়া হয়েছে। এর মধ্যে একজন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার কানে বেশ বড় ক্ষত হয়েছিল। তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে রেফার্ড করা হয়েছে।