রেখার প্রেমে মজেছিলেন ইমরান

বিনোদন ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৮
শেয়ার :
রেখার প্রেমে মজেছিলেন ইমরান
ছবি : সংগৃহীত

বলিউডের আলোচিত নায়িকা রেখা। রূপ ও অভিনয় এই দুয়ে দর্শকের হৃয়ে স্থান করে নিয়েছেন বহু আগে। অন্যদিকে নানা সময়েই চর্চায় থাকে তার ব্যক্তিজীবন।

আর সে কারণে বারবার আলোচনায়ও চলে আসে এই অভিনেত্রীর নাম। অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, স্বামী মুকেশ আগরওয়ালের মর্মান্তিক মৃত্যু; সব মিলিয়ে রেখার জীবন যেন অনেকটা সিনেমাটিক।

এসব কাহিনির ভিড়েই ৪০ বছর পর আবার আলোচনায় চলে এসেছে তার এক কথিত প্রেমের গল্প! পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের সঙ্গেও নাকি প্রেম ছিল এই নায়িকার।

জানা যায়, ইমরানের তখন জনপ্রিয়তা ছিল তুঙ্গে। বিশেষ করে ভারতেও তার ভক্তের সংখ্যা ছিল অগণিত। সেখানে গেলেই দেখা যেত, কখনও পার্টিতে, কখনও কোনো বিশেষ অনুষ্ঠানে। সেই সময়টাতে নাকি পাশে থেকেছেন রেখা। আর

তখন থেকেই শুরু হয় কানাঘুষা। প্রশ্ন উঠতে থাকে, তারা কি শুধুই বন্ধু, নাকি এর চেয়েও বেশি কিছু?

এমনকি এটাও জানা যায়, অভিনেত্রীর মায়েরও বেশ পছন্দ ছিল সুদর্শন এই ক্রিকেটারকে! এমনকি তিনি নাকি এক জ্যোতিষীর কাছে গিয়েছিলেন জানতে, ইমরান তার মেয়ের জন্য উপযুক্ত জীবনসঙ্গী হতে পারেন কি না। যদিও সেই জ্যোতিষী কী বলেছিলেন তা আজও রহস্য।

তাদের ঘনিষ্ঠতা নিয়ে যত আলোচনা হোক, পত্রপত্রিকায় যতই তাদের নিয়ে লেখালেখি হোক, সম্পর্কটা কোনোদিনই আনুষ্ঠানিক পথে গড়ায়নি। বিয়ে তো দূরের কথা, প্রকাশ্যে প্রেমের স্বীকৃতিও দেননি কেউ। তবু তাদের নাম জড়িয়ে থাকা সেই অধ্যায় আজও বলিউড আর ক্রিকেট দুনিয়ায় রয়ে গেছে এক ‘অজানা কাহিনি’ হয়ে। গসিপের পাতায় যখনই ফিরে আসে, দর্শকের কৌতূহল আরও বেড়ে যায়।

প্রসঙ্গত, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ইমরান তৃতীয়বারের মতো বিয়ে করেন পাকিস্তানের আধ্যাত্মিক উপদেষ্টা ও সুফি গুরু বুশরা বিবিকে। গুঞ্জন আছে, বুশরা বিবি নাকি স্বপ্নে দেখেছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ইমরানের একমাত্র উপায় হলো তাকে বিয়েউক্ত বছরেই পাকিস্তানের সাধারণ নির্বাচনেই সংখ্যাগরিষ্ঠতা পায় ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ।

পরবর্তীতে একই বছরের ১৮ আগস্ট পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ইমরান। অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারান ২০২২ সালে। ইমরানের গদিহারা হওয়ার পর তার ব্যক্তিগত প্রেম, বিচ্ছেদের সব গল্পই উঠে আসছে সামাজিক যোগাযোগমাধ্যমে।