নারায়ণগঞ্জে ছুটির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৩
শেয়ার :
নারায়ণগঞ্জে ছুটির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঈদ-ই মিলাদুন্নবী (স.) উপলক্ষে ছুটির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চৈতি কম্পোজিট লিমিটেড ফ্যাক্টরির শ্রমিকরা। আজ শনিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে সোনারগাঁ থানা ও কাচঁপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। 

শ্রমিকরা জানান, ঈদ-ই মিল্লাদুন্নবীর ছুটি না দেওয়ার কারনে প্রায় ৭০০/৮০০ জন শ্রমিক মহাসড়কে নেমে এসে বিক্ষোভ শুরু করেন। পরে যখন গার্মেন্টস কর্তৃপক্ষ ছুটি দিতে রাজি হয়, তখন তারা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

চৈতি গার্মেন্সের মহা ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, ঈদে মিলাদুন্নবীর ছুটি কারখানার ছুটির তালিকায় নেই, কিন্তু শ্রমিকেরা এই অন্যায্য দাবি তুলে মহাসড়ক অবরোধ করেন। পরে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর কাদির জিলানী জানান, চৈতি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ নামায় যানজট লেগেছিল। কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করায় তারা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।