মিরপুরে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২
রাজধানীর মিরপুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আরিফ উদ্দিন ও হাফিজুল ইসলাম শামীম নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে মিরপুর থানার সেকশন-২ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে মিরপুরের সেকশন-২ এলাকার তুলি জেনারেল স্টোরের সামনে চেকপোস্টে ডিউটি করার সময় দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করে মিরপুর থানার একটি টিম। এ সময় আরিফের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে একটি শটগান, একটি টিউব ম্যাগাজিন, একটি বোল্ড অ্যান্ড বোল্ড ক্যারিয়ার, দুইটি বডি লকিং পিন, ব্যারেল জ্যাকেট, আগুনে পোড়া ট্রিগার গার্ড এবং হাফিজুলের প্যান্টের পকেট থেকে দুটি শটগানের সিসা কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলেন, পলাতক আসামি নাসিরের সঙ্গে যোগসাজশে অবৈধ অস্ত্র ও গুলি কেনা-বেচার উদ্দেশ্যে এগুলো তারা হেফাজতে রেখেছিলেন। তাদের অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন:
ছায়ানটের বার্ষিক লোকসংগীত আসর