সড়ক দুর্ঘটনায় ডিবির ওসিসহ নিহত ৯

আমাদের সময় ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০
শেয়ার :
সড়ক দুর্ঘটনায় ডিবির ওসিসহ নিহত ৯


সড়ক দুর্ঘটনায় রাজধানীসহ পাঁচ জেলায় ৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ডিবি পুলিশের এক ওসিও রয়েছেন। রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হন। এ ঘটনায় রফিক নামে একজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দোকান কর্মচারী ইমরান ও সিএনজিচালক শহিদুল। ইমরান মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের বাসিন্দা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এদিকে শুক্রবার দুপুর ২টার দিকে মুগদা থেকে মৌচাক মার্কেট যাওয়ার পথে ফরচুন মার্কেটের সামনে ওরিয়ন গ্রুপের গাড়ির ধাক্কায় ইভা ও সীমা বেগম নামে দুই গৃহিণী এবং স্কুলছাত্র ইউসুফ আহমেদ সৃজনসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আমাদের প্রতিনিধিরা জানান-

রাজবাড়ী : গোয়ালন্দে দ্রুতগতির যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী সঞ্জয় ম-ল ও স্ত্রী শ্রাবনী ভাদুরী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সরকারি গোয়ালন্দ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ : ট্রাকের ধাক্কায় আবু রায়হান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সদর উপজেলার বৌলাই হাবিবনগর বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) : অষ্টগ্রামে সড়ক দুর্ঘটনায় রাকিব নামে এক ব্যবসায়ী নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন অলওয়েদার সড়কের উপজেলার কাস্তুল ইউনিয়নের বাইশ মিটার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর : গাজীপুরে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় নওগাঁ জেলার ডিবি পুলিশের ওসি মোস্তাফিজ হাসান নিহত হন। গাজীপুর পুলিশ লাইন্সের সামনে এ দুর্ঘনায় তার স্ত্রী লতিফা জেসমিনও আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মহানগরের তিনসড়ক এলাকায় ‘পথের সাথী’ পরিবহনের একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজ রাজশাহী মহানগরের মতিহার থানার কাজলা গ্রামের আক্তার হোসেনের ছেলে। এদিকে জেলার শ্রীপুরে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সিয়াম নামে এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলা মাওনা ইউনিয়নের মাওনা-গাজীপুর আঞ্চলিক সড়কের মেডিক্যাল মোড়ে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ : কাশিয়ানীতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোসা. শুকুরন বেগম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার বিকালে কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শুকুরন বেগম ঘোনাপাড়া গ্রামের সত্তার মোল্লার স্ত্রী।