ড্যাফোডিল পলিটেকনিকের ২য় সমাবর্তন অনুষ্ঠিত
দ্বিতীয়বারের মতো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডি সোবহানবাগে অবস্থিত ড্যাফোডিল প্লাজায় আয়োজিত সমাবর্তনে ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মেধা তালিকায় সেরা ১৫ জনকে গোল্ড মেডেল প্রদান করা হয়, তিনজনকে চেয়ারম্যান এওয়ার্ড এবং দুজনকে সফল এরমনাই এওয়ার্ড প্রদান করা হয়।
সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা ত্বরান্বিত ও শক্তিশালীকরণ (অ্যাসেট) প্রকল্পের পরিচালক মীর জাহিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান। এ ছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন, উপ-পরিচালক প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল হাসান, সচিব আল মাসুদ করিম, ড্যাফোডিল পরিবারের নির্বাহী পরিচালক কেএম হাসান রিপন এবং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম জহিরুল ইসলাম ফরহাদসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
মীর জাহিদ হাসান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজ আপনারা যা পেয়েছেন, তা দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর পালা। আপনারা যা শিখেছেন, তার বহুগুণ দেশকে ফিরিয়ে দিন এবং নতুন বাংলাদেশ গঠনে অবদান রাখুন।
সমাবর্তনে মোহাম্মদ রুহুল আমিন বলেন, আগামীর বাংলাদেশ হবে দক্ষতার। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগ কাজে লাগিয়ে দেশকে দক্ষ জনশক্তিতে সমৃদ্ধ করতে হবে। নুরুজ্জামান বলেন, ড্যাফোডিল পলিটেকনিক শিক্ষা ব্যবস্থায় উদ্ভাবনকে অনুঘটক মনে করে এবং শিক্ষাদান ও জাতীয় চাহিদা মেটাতে ডিজিটাল রূপান্তর নিশ্চিত করেছে।
আরও পড়ুন:
ছায়ানটের বার্ষিক লোকসংগীত আসর