অধ্যাপক যতীন সরকারকে স্মরণ
গান, আবৃত্তি, নাচ এবং সশ্রদ্ধ স্মৃতিচারণের মাধ্যমে উদীচীর সাবেক সভাপতি, দেশবরেণ্য বুদ্ধিজীবী, বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকারকে স্মরণ করল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী (এক অংশ)। গতকাল শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় নাগরিক শোকসভা।
অনুষ্ঠানের শুরুতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উদীচী কেন্দ্রীয় সংসদ, ঢাকা মহানগর ও অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। এক মিনিট নীরবতা পালনের পর কার্যক্রম শুরু হয়। প্রথমেই তার সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন উদীচীর সহ-সভাপতি ও বাচিক শিল্পী বেলায়েত হোসেন। এরপর পরিবেশিত হয় মহাদেব ঘোষের গান ‘আছে দুঃখ, আছে মৃত্যু’ এবং তামান্না সিদ্দিকী নীলার নৃত্য। উদীচীর আবৃত্তি বিভাগ নজরুলের কবিতা নিয়ে পরিবেশনা করে। সংগীত বিভাগ সম্মিলিতভাবে পরিবেশন করে অধ্যাপক যতীন সরকারের প্রিয় গান। তুষার চন্দন তার জীবন ও কর্ম নিয়ে পুঁথি পাঠ করেন।
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন উদীচীর (এক অংশ) ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম। শুরুতেই প্রচারিত হয় তার কন্যা সুদীপ্তা সরকারের অডিও বার্তা। এরপর স্মৃতিচারণ করেন মফিদুল হক, ফওজিয়া মোসলেম, ডা. আবু সাঈদ, নিরঞ্জন অধিকারী, সোহরাব হাসান, প্রণয় সাহা, রেজাউল করিম সিদ্দিক রানা, সরোজ মোস্তফা, স্বপন ধর, খান আসাদুজ্জামান মাসুম ও বাহাউদ্দিন শুভসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচীর (এক অংশ) সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। উল্লেখ্য, গত ১৩ আগস্ট ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যাপক যতীন সরকার মৃত্যুবরণ করেন।
রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণ : বাংলা সাহিত্যের তিন অগ্রণী কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্যের স্মরণ করলো বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ। গতকাল সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি ভবনের মূল মিলনায়তনে ‘রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণ অনুষ্ঠান’-এ আলোচকরা বলেন, বাঙালির আন্দোলন-সংগ্রাম, প্রকৃতি প্রেম, অধিকার আদায় ও বৈষম্যহীন সমাজ গঠনে এই তিন মনীষীর সাহিত্যকর্ম অনন্য। মুক্তিযুদ্ধের বিজয় অর্জনেও তাদের সৃষ্টিকর্ম বাঙালিকে উজ্জীবিত করেছে। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লেখক ও গবেষক এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সংগীতশিল্পী কাজী মিজানুর রহমান। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট এবং সঞ্চালনায় ছিলেন গণসংগীত শিল্পী ফকির সিরাজ।
১৩ বছরে আরশিনগর : সাংস্কৃতিক সংগঠন আরশিনগর তাদের ১২ বছর পূর্তি উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজন করে বিশেষ অনুষ্ঠানমালা। গান, পাঠ-অভিনয় ও আলোচনার মাধ্যমে দিনটি স্মরণীয় করে রাখে সংগঠনটি।
আরও পড়ুন:
ছায়ানটের বার্ষিক লোকসংগীত আসর
শিল্পকলার মঞ্চে ‘আমি বীরাঙ্গনা বলছি’ : শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হলো মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘আমি বীরাঙ্গনা বলছি’। নীলিমা ইব্রাহিমের কৃত ‘আমি বীরাঙ্গনা বলছি’ গ্রন্থ অবলম্বনে নাটকটিতে যুদ্ধকালীন নারীর বেদনা, অপমান, সংগ্রাম ও মুক্তির আকাক্সক্ষা উঠে এসেছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার বিকাল ৪টা ও সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চস্থ হচ্ছে।
আরও পড়ুন:
বরিশালে ৯ ছাগলের সাজা মওকুফ