ভালো চরিত্রের জন্য ১০০ বার অডিশন দিতে চান সাফা
টেলিভিশন
মাছরাঙা টেলিভিশনে আজ রাত ৯টায় সম্প্রচার হবে পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’। এতে অতিথি হয়েছেন সাফা কবির।
অনুষ্ঠানে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে অনেক ক্ষেত্রেই অডিশন প্রথা প্রচলন নেই। অথচ বিশে^র বড় ইন্ডাস্ট্রিতে এখনও বড় তারকারা অডিশন দেন। আমিও সেই প্রক্রিয়ার ভেতর দিতে চাই। ভালো চরিত্রের জন্য প্রয়োজনে ১০০ বার অডিশন দিতে চাই।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি আরও বলেন, ‘সুযোগ পেলে বড়পর্দায় কাজ করতে চাই।’ রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সঞ্চালনায় অনুষ্ঠানের ষষ্ঠ পর্ব আজ প্রচার হবে। একই সঙ্গে শোনা যাবে রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা