আমরা যেন আওয়ামী লীগ না হই: হাফিজ উদ্দিন

মৌলভীবাজার প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১০
শেয়ার :
আমরা যেন আওয়ামী লীগ না হই: হাফিজ উদ্দিন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‌‘আওয়ামী লীগ ১৯৭৫ সালে একদলীয় রাষ্ট্র গঠন করে গণতন্ত্রের কবর দিয়েছিল। অথচ আজ তারা নিজেদের স্বাধীনতার স্বপক্ষের শক্তি দাবি করে।’ আজ শুক্রবার মৌলভীবাজারে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাফিজ উদ্দিন বলেন, ‘যখন রাজনৈতিক নেতারা প্রাণভয়ে পালিয়ে গিয়েছিলেন, তখন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। অথচ আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে, গুম-খুন, দুর্নীতি আর মানিলন্ডারিং করেছে। আমরা যেন আওয়ামী লীগ না হই।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ পালায় না, শেখ হাসিনা পালায় না—এখন তারা কোথায়? আল্লাহর গজব তাদের ওপর পড়েছে। জনগণই রাজপথে নেমে তাদের পতন ঘটিয়েছে।’

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জনগণের সমর্থনে বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। তাই বিএনপিকে অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে সৎ রাজনীতির ধারা বজায় রাখতে হবে।’

স্মরণসভায় এম সাইফুর রহমানের অবদান স্মরণ করে হাফিজ উদ্দিন বলেন, ‘যমুনা সেতু নির্মাণে বিশ্বব্যাংককে রাজি করানো থেকে শুরু করে নারী শিক্ষার প্রসারে ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা’ কর্মসূচি—সবকিছুতেই তিনি ছিলেন অনন্য। কিন্তু আত্মপ্রচারে বিমুখ থাকায় অনেক কৃতিত্ব জনগণের কাছে অজানা রয়ে গেছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আলিমুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। পরে দোয়া মাহফিলে মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়।