দেশের মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে: গয়েশ্বর

অনলাইন ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৯
শেয়ার :
দেশের মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে: গয়েশ্বর

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হবে, যতক্ষণ পর্যন্ত ফল ঘোষণা না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি মাঠে থাকবে।

আজ শুক্রবার পল্টনে বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নির্বাচন অনুষ্ঠান নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বা প্রধান নির্বাচন কমিশনের আন্তরিকতার কোনো অভাব আমি বলব না। সরকারের ভেতরে সরকার আছে। কারণ, প্রধান উপদেষ্টা কথা বলে একটা; তার সহকর্মীরা বলেন অন্যটা। সেই কারণে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে জবাবদিহিমূলক একটা ব্যবস্থা গড়ে তুলতে না পারেন; তাহলে কোনো সেক্টরেই জবাবদিহি আসবে না।’    

সংগঠনের ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দারসহ আরও অনেকে।