জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৫
শেয়ার :
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় এ হামলা ও ভাঙচুর করা হয়।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে আজ শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।

সমাবেশ শেষে কিছু নেতাকর্মী শাহবাগের মোড়ে টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করতে থাকেন। তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চেয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় দলটির জ্যেষ্ঠ নেতারা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেন।

পরে ২০ মিনিট পর পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে তারা পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা দেন। এরপর তারা জাপা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। 

হামলার বিষয়ে জাপার একজন শীর্ষ নেতা বলেন, একটা গোষ্ঠী চাচ্ছে এখানে লাশ পড়ুক। কিন্তু জাপা কারও উসকানিতে পা দেবে না। জাতীয় পার্টি এই পরিস্থিতিতেকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। 

জানতে চাইলে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমি পার্টি অফিসে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত জেনে তারপর বক্তব্য দেব, আগে নয়।’

প্রসঙ্গত, এর আগে গত ৩০ আগস্ট জাপা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।