ভারতে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৬
শেয়ার :
ভারতে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

ভারতের মহারাষ্ট্রে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির একটি কারখানায় বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৫ জন। আজ শুক্রবার রাজ্যের নাগপুর জেলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, নাগপুরের ভান্দারা এলাকায় অবস্থিত কারখানাটিতে ব্যাপক বিস্ফোরণ হয়েছে। কারখানাটি ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ শুক্রবার স্থানীয় সময় বেলা ১২টা ৩০ মিনিটের দিকে বিস্ফোরণ ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ কিলোমিটার দূরেও এর আওয়াজ শোনা গেছে।

নাগপুর জেলা প্রশাসক সঞ্জয় কোলতে জানান, বিস্ফোরণে কারখানাটির ছাদ ধসে পড়ায় চাপা পড়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক। অল্প সময়ের মধ্যেই উদ্ধার তৎপরতা শুরু হয় এবং সেই ধ্বংসস্তুপের ভেতর থেকে আট জনের মরদেহ এবং ২৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।