শ্রীলংকায় পাহাড় থেকে পড়ে গেল পর্যটকবাহী বাস, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২১
শেয়ার :
শ্রীলংকায় পাহাড় থেকে পড়ে গেল পর্যটকবাহী বাস, নিহত ১৫

শ্রীলংকায় স্থানীয় পর্যটকবাহী একটি বাস সবুজ চা বাগানঘেরা পাহাড়ি শহর ভ্রমণের সময় প্রায় এক হাজার ফুট নিচে পড়ে গিয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রদিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে দেশটির রাজধানী থেকে প্রায় ১৩০ কিলোমিটার পূর্বে পাহাড়ি এলাকা এল্লায় এই দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় সময় বাসে থাকা আরও ১৬ জন আহত হয়েছেন। 

পর্যটক বহনকারী বাসটি শীতল পাহাড় থেকে ফেরার পথে অন্য একটি বাহনকে ধাক্কা দেয়। ফলে রেলিং ভেঙে বাসটি রাস্তা থেকে প্রায় এক হাজার ফুট নিচে পড়ে যায়।

মে মাসের পর থেকে এটিই সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। ওই সময় কোটমালেতে একটি বাস দুর্ঘটনায় ২৩ জন যাত্রী নিহত হয়।

দ্বীপের আঁকাবাঁকা রাস্তাগুলোকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। ২ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ শ্রীলঙ্কায় প্রতি বছর গড়ে ৩ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়।