১০০ কোটি রুপির মানহানি মামলা মিঠুনের
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা করেছেন কিংবদন্তি অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তার অভিযোগ, কুণাল তার এবং তার পরিবারের নামে অসত্য ও কুরুচিকর মন্তব্য করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সম্প্রতি টেলিভিশনে দেওয়া সাক্ষাতারে কুণাল বলেছেন, মিঠুন চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। নিজেকে বাঁচাতেই তিনি দল পরিবর্তন করেছেন বলে তিনি অভিযোগ করেছেন।মিঠুনের স্ত্রী আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন তিনি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
মিঠুন জানিয়েছেন, কুণালের এই প্রত্যেকটি অভিযোগ মিথ্যে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তৃণমূলের মুখপাত্র এই কাজ করেছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
কুণালকে প্রথমে আইনি নোটিশ পাঠিয়েছিলেন মিঠুন। তার উত্তরে সন্তুষ্ট হননি বলে এবার সরাসরি ১০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছেন তিনি। মিঠুনের এই আইনি পদক্ষেপের পর সংবাদমাধ্যমকে কুণাল জানিয়েছেন, ‘যার মান থাকে, তিনি কি এত বার দলবদল করেন? কোর্টে দেখা হবে।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস