কেমন পাত্র চান, জানালেন মাহজাবীন

বিনোদন ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৫
শেয়ার :
কেমন পাত্র চান, জানালেন মাহজাবীন
ছবি : সংগৃহীত

সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণি। যদিও তার কণ্ঠের গানই শুধু মুগ্ধ করেনি শ্রোতাদের। পাশাপাশি অভিনয়েও নাম লিখিয়ে বেশ প্রশংসা পেয়েছেন দর্শকদের।

বলতে গেলে বর্তমানে ক্যারিয়ারের সোনালী সময় পার করছেন তিনি। গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন।

গায়িকাকে নিয়ে দর্শকদের কৌতূহলের অন্ত নেই। কবে বিয়ে করবেন বা জীবনসঙ্গী হিসেবে কেমন পাত্র চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন পারশা।

তিনি বলেন, ‘আমার হয়তো রিকোয়ারমেন্ট অনেক। দতাই হয়তো মনের মতো কাউকে পাচ্ছি না। মানুষকে তো কাস্টমাইজ করা যায় না। আমি যেমন চাই, হুবহু তেমন একজনকে পাব—এটা প্রত্যাশা করাও ভুল। বরং হতে পারে, আমি যেমনটা চাই, তার ঠিক উল্টো ধরনের কারো প্রেমে পড়ে গেলাম।’

তিনি আরও যোগ করেন, ‘আমি ধরাবাঁধা কোনো নিয়মে নাই। মানুষ সব সময়ই তার পছন্দমতো সবকিছু পাবে, তেমনটা নয়। এমনও যদি হয়, তেমন কারো সঙ্গে যদি ভালো ম্যাচিং হয়ে যায়, আমার সব কিছু তার সঙ্গে মিলিয়ে যাচ্ছে, সে আমাকে ভালোভাবে নিচ্ছে তাহলে নতুন করে ভাবব।’

অভিনয় প্রসঙ্গে পারশা বলেন, ‘আমাকে অভিনয়ে আরও দক্ষ হতে হবে। সিনেমা করার জন্য আলাদা করে শিখতে হবে। নাটক থেকেই আমি শিখতে চাই। শিখেই একসময় সিনেমা করব। এ জন্য আমাকে সময় নিতে হবে। কোনো কিছু নিয়েই আমার তাড়াহুড়া নেই।’

প্রসঙ্গত, নিজেকে শুধু সংগীতের মধ্যে আবদ্ধ রাখেননি। অভিনয়েও অবাদ বিচরণ করছেন। ‘লাভ লাইন’-নাটকে কাজ দিয়ে অভিনয় যাত্রা শুরু। এরপর ‘ঘুমপরী’ নামের একটি ওয়েব ফিল্মে দেখা যায় পারশাকে। চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের শুরু থেকেই নায়িকা হওয়ার প্রস্তাব পেয়েছেন, কিন্তু এখনই বড় পর্দায় কাজ করতে আগ্রহী নন।