দুলাভাইয়ের বাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু

বোয়ালমারী প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৫
শেয়ার :
দুলাভাইয়ের বাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে দুলাভাইয়ের বাড়িতে রিফাত (২২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা—এ নিয়ে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে একই উপজেলার শেখর ইউনিয়নের শেখর রেলগেট সংলগ্ন ফরহাদ মোল্যার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রিফাত গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাটজয়নগর গ্রামের মুরাদ মোল্যার ছেলে। তিনি প্রায় এক সপ্তাহ আগে তার দুলাভাই ফরহাদের বাড়িতে বেড়াতে যান।

রিফাতের বড় বোন সুবর্ণা বেগম বলেন, ‘রিফাত মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের টাকা না পেলে সে প্রায়ই উত্তেজিত হয়ে উঠতো। সর্বশেষ আমার কাছে টাকা চাইলে আমি দিইনি। তখন সে আমাকে মারধর করতে উদ্যত হয়। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ গিয়ে দেখি রিফাত গলায় ফাঁস দিয়ে ঝুলছে। চিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।’

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

রিফাতের ছোট বোন বলেন, ‘আমরা দুই বোনের একমাত্র ভাই ছিল সে। পিকআপ চালাতো। কেন সে মারা গেলো—আমরা বুঝতে পারছি না।’

তবে এ ঘটনার পর থেকে দুলাভাই ফরহাদ মোল্যা আত্মগোপনে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনে। মরদেহটি ফরিদপুর মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে এ ঘটনায় একটি মামলা হয়েছে।’