পর্তুগালে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হলো শিশু
পর্তুগালের লিসবনের ভয়াবহ কেবল রেল দুর্ঘটনায় এখনো শোকাহত পর্তুগাল। গতকাল রাজধানীতে একটি ফুনিকুলার (কেবল রেলগাড়ি) লাইনচ্যুত হয়ে অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। তবে আশ্চর্যজনকভাবে তিন বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, শিশুটিকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। তবে তার বাবা ঘটনাস্থলেই মারা গেছেন এবং মা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
নিহদের মধ্যে পর্তুগাল, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, কানাডা, জার্মানি এবং ইউক্রেনের নাগরিকরা আছেন বলে জানিয়েছে পুলিশ। আহত হয়েছেন ২০ জনের বেশি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। রাজধানীর গণপরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, সব ফুনিকুলার সিস্টেম পুনঃনিরীক্ষণ করা হবে এবং একটি স্বাধীন তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস